চকরিয়ার মাতামূহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ও ২টি ডাম্পার গাড়ী আটক করেন,উপজেলা প্রশাসন।
বুধবার(১৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কোণাখালী ইউনিয়নস্হ নদীর তীরবর্তী বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন-উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।
অফিস সূত্রে জানা গেছে, আইনকে তোয়াক্কা না কোনাখালী ইউনিয়নের মাতামুহুরি নদীর পয়েন্ট থেকে বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যা আইন পরিপন্থী। তাই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বালু আনতে যাওয়া ২টি ডাম্পার গাড়ী আটক করেন ভ্রাম্যমান আদালত।