সারাদেশ ব্যাপি ২০০৫ সালে ১৭ আগস্ট ৬৩ জেলায় নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কক্সবাজারের পেকুয়ায়। বুধবার (১৭ আগস্ট) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শতশত নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে। বিকেল ৪টায় পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সায়মা মার্কেট চত্ত্বরে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত পরিসরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, সাধারন সম্পাদক আবুল কাসেম। সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহি উদ্দিন বাবর মুকুল,সাইফুদ্দিন খালেদ, ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদত হোসাইন,যুবলীগের সাধারন সম্পাদক মো.বারেক, সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গনি, এড.রাশেদুল কবিরসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।