কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২০ আগস্ট শনিবার ভোর ৬টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী জেটিঘাট সংলগ্ন একটি পুকুরে ডুবে মো. কাইয়ুম (১৩) নামে এক পথশিশু ও সকাল ১১টার দিকে পেকুয়ার মেহেরনামা এলাকায় তাসফিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়।
মৃত কাইয়ুমের বাড়ি মহেশখালী উপজেলার উত্তর নলবিলা এলাকায়। সে বদরখালী বাজার এলাকায় প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়িয়ে বিক্রি করতো।
বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুকন উদ্দিন খোকা বলেন, সকাল ৬টার দিকে কাইয়ুমের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
একইভাবে সকাল ১১টার দিকে পেকুয়ার মেহেরনামা এলাকায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে তাসফিয়ার মৃত্যু হয়। তাসফিয়া ওই এলাকার মো. রুবেলের কন্যা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।