আজ ২১ আগষ্ট সকালে ঈশ্বরদীতে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে ঈশ্বরদী শহরের স্টেশন রোডস্থ আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক , ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য শফি বিশ্বাস সহ ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।