গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩৫ জন। এ বছর এখন পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি। গত ২৬ আগস্ট একদিনে আক্রান্ত ছিল ১২৮ জন।
রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।
জানা গেছে, ১৩৫ জনের মধ্যে ১১৬ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরের। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪ হাজার ৭ জন।