কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও ২১ আগষ্টের ভয়াল গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। ২৪ আগষ্ট পেকুয়ায় যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হবে। ওই দিন কাঙ্গালী ভোজ ও খতমে কোরআনসহ নানান কর্মসূচী ঘোষনা করে পেকুয়া উপজেলা যুবলীগ। শাহাদাত বার্ষিকীকে সফল ও সার্থক করতে যুবলীগ পেকুয়া উপজেলা শাখা উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভা আহবান করে। ২১ আগষ্ট রবিবার বারবাকিয়ায় যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ পেকুয়া উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুবলীগ পেকুয়ার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ পেকুয়ার সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, সহসভাপতি জিয়াবুল হক জিকু, বারবাকিয়ার আ’লীগ নেতা সাবেক যুবনেতা মো: নাছির উদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক তারেকুল ইসলাম, যুবলীগ নেতা এডভোকেট ওসমান গণি, তাঁতীলীগ পেকুয়ার সহসভাপতি কাইয়ুম রেজা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাসেম, উপজেলা যুবলীগ নেতা হোসাইন মোহাম্মদ বাদশাহ, আবদুল করিম, মোহাম্মদ রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সদরের সভাপতি শহিদুল ইসলাম, উজানটিয়ার সভাপতি মহিউদ্দিন হৃদয়, সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন, শিলখালীর সভাপতি শেখ ফরিদ মেম্বার, যুবলীগ নেতা জমির উদ্দিন মেম্বার, বারবাকিয়ার ইউপি সদস্য রেজাউল করিম প্রমুখ। এ দিকে প্রস্তুতি সভা শেষে যুবলীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীরা ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করা হয়। বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি বের করা হয়। এ সময় বারবাকিয়া বাজারের দক্ষিণ পাশে এসে পেকুয়া বারবাকিয়া পারাপার সেতুর নিকট এসে মিছিলটি শেষ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট আ’লীগের শান্তিপূর্ন সমাবেশ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী ওই সমাবেশে এ গ্রেনেড হামলা হয়েছিল। নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া এ গ্রেনেড হামলার প্রধান হোতা। তাকে বিদেশ থেকে এনে এ হত্যাকান্ডের বিচার দাবী করছি আমরা যুবলীগ।