• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

রাজপথে বিএনপি-জামায়াতের রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড মোকাবেলায় যুবলীগ থাকবে সামনে- এমপি জাফর

মনসুর মহসিন, চকরিয়া,কক্সবাজার / ২৯৯ Time View
আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২

রাজপথে আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে মারা, সরকারি সম্পদ নষ্ট করা, জনগণের জানমালের ক্ষতি করাসহ বিএনপি-জামায়াতের সকল ধরণের ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের রাজপথে অগ্রভাগে থাকতে হবে। প্রতিবছর আগষ্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতে, যুবলীগের নেতাকর্মীদের এই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সর্তক থাকতে হবে।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনা সভা, খতমে কোরআন ও গণভোজের আয়োজন করা হয় রবিবার দুপুরে। এসব কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত নির্দেশনামূলক কথাগুলো বলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ।

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন কছির।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কমরউদ্দিন আহমদ, সদস্য এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল, আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আজিমুল হক আজিম চেয়ারম্যান, প্রচার সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, আমান উল্লাহ আমান, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম।

জেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মির্জা ওবাইদ রুমেল, রিগ্যান আরাফাত, এডঃ ফয়জুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি রণি চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভপতি আমির হোসেন
আমু, শ্রমীকলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন, স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, পৌরসভা শ্রমিকলীগের সভপতি জহিরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, সাঃ সম্পাদক লোটাস। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন।

উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদের স্মরণে চকরিয়া পৌরশহরের সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে থেকে বের হওয়া শোক র‌্যালিতে নেতৃত্ব দেন এমপি জাফর আলম।

এদিকে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফাঁসিয়াখালী ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট ও ২১ আগষ্টে শহীদদের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর উদ্যোগে স্থানীয় হক স্কয়ার কমিউনিটি সেন্টারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি