সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নির্মাণশ্রমিক মারজান আহমদ (১৮) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
জানা গেছে, ড্রিল মেশিন দিয়ে টাইলসের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যটি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশিষ তালুকদার।