• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা আশুলিয়ায় স্বামী-স্ত্রী-ছেলের লাশ উদ্ধার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : ভারতপন্থী প্রার্থীর পরাজয় ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা ঠাকুরগাঁও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ বাক্কুম ব্রীজের ঢালাই ঝরে ফুঁটো; যানচলাচলে দূর্ঘটনার আংশকা! ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়

মাষ্টার সুজাগীর রাজাখালী জি.সি স্কুলের প্রধান শিক্ষক

পেকুয়া প্রতিনিধি / ১৩১ Time View
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী জি.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার সুজাগীর। এ সংক্রান্ত একটি অফিস আদেশ পেকুয়া উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রেরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার ছালামত উল্লাহ স্বাক্ষরিত একটি প্রেসনোট চলতি মাসের ২১ আগষ্ট জারি করা হয়। সেখান থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাষ্টার সুজাগীর একই বিদ্যালয়ের জৈষ্ট্য সহকারী শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করতে এর আগে তাকে আরেকটি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। রাজাখালী হাজী শের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি ২০২২ সালে তার পূর্বের প্রতিষ্টানে স্থলাভিষিক্ত করা হয়। তবে তার আগে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাবেকুন্নাহার। বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মান বাড়াতে ছাবেকুন্নাহারের পরিবর্তে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত দায়িত্বটি অর্পিত করা হয়েছে মাষ্টার সুজাগীরকে। ছাবেকুন্নাহারকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাষ্টার সুজাগীর। সুত্র জানায়, জিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি অচলাবস্থা তৈরী হয়েছিল। পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির মধ্যে এ দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। এর নেতিবাচক প্রভাব শিক্ষা কার্যক্রমে পড়ে। এতে করে ওই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরী হয়। এর উত্তরণ ঘটাতে ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক মাষ্টার সুজাগীরকে প্রধান শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি