গাজীপুরে ট্রেনে কাটা পড়ে সোহাগ রহমান (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মহানগরীর সদর থানাধীন বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ ঝিনাইদহ জেলার সদর থানার কানুহরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
রেলওয়ের জয়দেবপুর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শহীদুল্লাহ ও স্থানীয়রা জানান, এ দিন সকাল পৌনে ১০টার দিকে বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর বসেছিলেন সোহাগ। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।