চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসার পথে ঘাতক ট্রাক চাপায় নিহত হয়েছেন বদরখালী ইউনিয়নের মেধাবি শিক্ষার্থী ফাহিম। এসময় আহত হয়েছেন আরো চার শিক্ষার্থী।
২৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফাহিম(১৯) উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে।
আহত চার শিক্ষার্থী হলেন- কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ রানা, আবরার সাদাত আদন, দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ ছাদেক।
জানাগেছে, ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে আসার পথে যাত্রীবাহী সিএনজিকে ঘাতক ডাম্পার চাপা দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহত আবস্থায় তাদের চাকরিয়া সরকারী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে মাতামুহুরি পুলিশ ফাঁডির পরিদর্শক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২ টা ৩০মিনিটের সময় কেবি জালাল উদ্দিন সড়কে বদরখালীগামী যাত্রীবাহী সিএনজির সাথে ডাম্পারের মুখামুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হন, তন্মমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক ডাম্পার পুলিশ হেফাজতে আছে এবং ডাম্পার চালাক পালাতক রয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।