• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

ঘাতক ট্রাক কেড়ে নিল মেধাবি শিক্ষার্থী ফাহিমের জীবন

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধিঃ / ৮৯ Time View
আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসার পথে ঘাতক ট্রাক চাপায় নিহত হয়েছেন বদরখালী ইউনিয়নের মেধাবি শিক্ষার্থী ফাহিম। এসময় আহত হয়েছেন আরো চার শিক্ষার্থী।

২৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফাহিম(১৯) উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে।

আহত চার শিক্ষার্থী হলেন- কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ রানা, আবরার সাদাত আদন, দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ ছাদেক।

জানাগেছে, ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে আসার পথে যাত্রীবাহী সিএনজিকে ঘাতক ডাম্পার চাপা দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহত আবস্থায় তাদের চাকরিয়া সরকারী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এই বিষয়ে মাতামুহুরি পুলিশ ফাঁডির পরিদর্শক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২ টা ৩০মিনিটের সময় কেবি জালাল উদ্দিন সড়কে বদরখালীগামী যাত্রীবাহী সিএনজির সাথে ডাম্পারের মুখামুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হন, তন্মমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক ডাম্পার পুলিশ হেফাজতে আছে এবং ডাম্পার চালাক পালাতক রয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি