• সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা,টেন্ডারে অনিয়ম,দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে তার বদলির দাবিতে সংবাদ সম্মেলন চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে পেকুয়ায় খাস জমি থেকে বড় ভাইকে উচ্ছেদ পাঁয়তারার অভিযোগ পেকুয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-এ রাম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত বনভূমিতে পাঁকা ঘর হলো পাঁচটিঃ মামলা হল একটি; বাকী চারটি অদৃশ্য ফ্রিতে ভারতে ট্রেন দুর্ঘটনা নিয়ে যা জানালেন বেঁচে যাওয়া ঝিনাইদহের যাত্রী আক্তারুজ্জামান পেকুয়ায় আগুন দিয়ে পোড়াল ফার্মেসী শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

পেকুয়ায় যুবদল নেতাই গভীর রাতে দখলে নিল প্রবাসীর জমি

পেকুয়া প্রতিনিধি: / ১৫১ Time View
আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে দখলে নিল প্রবাসীর জমি। উপজেলা যুবদল নেতার নেতৃত্বে একদল দুবৃর্ত্তরা প্রবাসীর জমিতে হানা দেয়। এ সময় ভীতি ও আতংক ছড়িয়ে গভীর রাতে লবণ মাঠের জমিতে ঘেরা বেড়া দিয়ে মরিয়া হয়েছে দখলে নিতে। ২২ শতক জমি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ বিরোধীয় স্থান পরিদর্শন করেছেন।

২২ আগস্ট (সোমবার) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের চেরাংঘোনায় সোনালী বাজারের নিকটে জবর দখলের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই প্রবাসীর পিতা পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পেকুয়া থানার এ,এস,আই আবদুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে ওই স্থান পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, ২২ শতক জমি নিয়ে মগনামা ইউনিয়নের চেরাংঘোনার নজু মিয়ার পুত্র উপজেলা যুবদলের জৈষ্ট্য নেতা নেজাম উদ্দিন ও চট্টগ্রাম জেলার রাউজান থানার উত্তর গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকার আজম খানের পুত্র দুবাই প্রবাসী জহুরুল ইসলামের মধ্যে বনিবনা চলছিল। ওই জমি ৪৮৬৪ নং কবলামুলে নাছির উদ্দিন হতে জহুরুল ইসলাম ২২ শতক জমি চেরাংঘোনা থেকে খরিদ করেন। চেরাংঘোনা নামক স্থানে চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী থানার বাসিন্দাদের বিপুল জায়গা সম্পত্তি রয়েছে। ২২ শতক জমি লবণ চাষের উপযোগী। দেখভাল ও লবণ মাঠের জন্য ওই জমি চেরাংঘোনার বাসিন্দা নুরুল আজিমকে তারা লাগিয়ত করতেন। এ দিকে জমির মালিকের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানের দূরবর্তী স্থানে। অপরদিকে সোনালী বাজারের নিকটে জমির অবস্থান হওয়ায় জায়গাটি অধিক মূল্যবান হয়েছে। এতে করে লোলুপ দৃষ্টি পড়ে মগনামা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবদলের জৈষ্ট্য নেতা নেজাম উদ্দিনের।

২২ আগষ্ট (সোমবার) রাত আনুমানিক ১ টার দিকে নেজামের নেতৃত্বে ১০/১২ জনের দুবৃর্ত্তরা রাউজানের বাসিন্দা দুবাই প্রবাসী জহুরুল ইসলামের ভোগ দখলীয় মালিকানাধীন জমিতে ডুকে পড়ে। এ সময় তারা ওই জমি জবর দখল কুমানসে গভীর রাতে জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘেরা দেয়। খবর পেয়ে পরদিন দুপুরে প্রবাসী জহুরুল ইসলামের পিতা আজম খানসহ নিকটাত্মীয়রা ওই স্থানে আসেন। এ সময় রাউজানের বাসিন্দাদের প্রাণনাশ চেষ্টাও চালানো হয়েছে বলে তারা জানান।

এ ব্যাপারে রাউজানের কাগতিয়ার বাসিন্দা আজম খান বলেন, চেরাংঘোনা নামক স্থানে আমরাসহ পূর্ব পুরুষদের বিশাল জায়গা জমি রয়েছে। আমার ছেলে ২২ শতক জায়গা ওই ঘোনা থেকে ক্রয় করেন। জায়গাটি সোনালী বাজারের নিকট হওয়ায় লোলুপ দৃষ্টি পড়েছে দখলবাজ চক্রের। নেজাম রাতে গিয়ে জায়গায় ঘিরা বেড়া দিয়েছে। আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ গিয়েছিল। জমির চাষা ও চেরাংঘোনার বাসিন্দা নুরুল আজিম জানান, এ জায়গাটি জহুরুল হকের। আমি চাষ করছি কয়েক বছর ধরে। রাতে নেজাম জায়গায় এসে ঘিরা বেড়া দিয়েছে। লবণ মাঠে পানি ও কাঁদা আছে। সেখানে তারা ঘিরা দিয়েছে। জহুরুল ইসলামের স্ত্রী জোবাইদা সাবরিন সিনথিয়া বলেন, আমার স্বামী বিদেশ থাকে। নেজাম ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। আমরা রাউজান থাকি। এ সুবাধে নেজাম স্থানীয় প্রভাব খাটিয়ে আমার স্বামীর জমি জবর দখল চেষ্টা করছে।

মা রওশন আক্তার জানান, কাগতিয়া থেকে গিয়ে আমরা কিভাবে মোকাবেলা করবো। পেশী শক্তির জোর দেখিয়ে মগনামায় আমার ছেলের জায়গাটি জবর দখল চেষ্টা করছে। আমি প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ চাই।

পেকুয়া থানার এ,এস,আই আবদুল কাদের জানান, আমি সঙ্গীয় পুলিশসহ গিয়েছিলাম। কাগজ নিয়ে আসতে বলা হয়েছে। বৃহস্পতিবারে উভয়পক্ষকে ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি