দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বহুল প্রতিক্ষিত নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২২ আগস্ট) ছিল নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কার্যালয়ে সমিতির ১২টি পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালা কমিটির সভাপতি (ইউএনও) জেপি দেওয়া।
তিনি বলেন, ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ৫ জন, সম্পাদক পদে-৫ জন এবং সমিতির ৯টি ওয়ার্ডের সদস্য (পরিচালক) পদে ২৪ জন প্রার্থীসহ মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন।
নির্বাচনের সভাপতি-পদে যে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এমএ, নুরে হাবিব তছলিম, ছরওয়ার আলম সিকদার ও মনজুর আলম। সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন ৫ জন। তারা হলেন বর্তমান সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল, কামাল উদ্দীন বাবুল, মকবুল হোছাইন, আনছারুল করিম ও আহমদ উল্লাহ।
এছাড়াও সমিতির সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। তাদের মধ্যে আছেন সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, এ এম এস্তেফাজুর রহমান, মইন উদ্দিন, নজরুল ইসলাম ও আরিফ জুনায়েত রাসেল।
সমিতির আওতাধীন ৯টি ব্লকে পরিচালক ( সদস্য) পদে ২৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ##