• সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা,টেন্ডারে অনিয়ম,দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে তার বদলির দাবিতে সংবাদ সম্মেলন চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে পেকুয়ায় খাস জমি থেকে বড় ভাইকে উচ্ছেদ পাঁয়তারার অভিযোগ পেকুয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-এ রাম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত বনভূমিতে পাঁকা ঘর হলো পাঁচটিঃ মামলা হল একটি; বাকী চারটি অদৃশ্য ফ্রিতে ভারতে ট্রেন দুর্ঘটনা নিয়ে যা জানালেন বেঁচে যাওয়া ঝিনাইদহের যাত্রী আক্তারুজ্জামান পেকুয়ায় আগুন দিয়ে পোড়াল ফার্মেসী শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

খুলনায় বিএনপির সাবেক এমপিসহ ৭০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক / ১১১ Time View
আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

পুলিশের করা নাশকতার মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার এ মামলার চার্জ গঠন করেন।

২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস ও নাশকতা করার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা লোহার রড, বাঁশের লাঠি ও ইটের টুকরো নিয়ে রওনা হন এমন অভিযোগে সোনাডাঙ্গা থানায় এসআই রহিত কুমার বিশ্বাস ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচিত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করেন ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সোনাডাঙ্গা থানার এসআই পল্লব কুমার সরকার। এতে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৭০ জনকে অভিযুক্ত করা হয়। মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ মামলা আমলে নেয় ২০১৯ সালের ১৪ অক্টোবর। ওই দিন মামলা বিচারকার্যের জন্যে বিভাগীয় স্পেশাল জজ খুলনা আদালতে পাঠানো হয়।

চার্জ গঠন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশগ্রহণ করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মাহমুদা ফারহানা। আসামিপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এস এম মনজুর আহমেদ, মোল্লা গোলাম মওলা, লস্কর শাহ্ আলম, মো: রফিকুল ইসলাম, শেখ রফিকুজ্জামান ও ওমর ফারুক বনি।

চার্জের বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধী দল-মত দমনের প্রচেষ্টার অংস হিসেবে রাজনৈতিক প্রতিহিংসার কাল্পনিক অভিযোগের মামলাগুলো ঢাল হিসেবে ব্যবহার করছে। এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। দেশ পরিচালনায় ব্যর্থ ভোট ডাকাত লুটেরা সরকার আবারো একটি সাজানো-পাতানো নির্বাচনের নীলনকশা করছে। তথাকথিত নাশকতার মামলাগুলোর সাজানো-পাতানো রায় দিয়ে তারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কিন্তু সে দিবাস্বপ্ন কোনো দিন পূরণ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি