দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি, এই স্লোগানকে বুকে লালন করে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ২৪ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টার সময় দ্বিতীয় ধাপে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন সম্পন্ন করা হয়েছে ।
ফোরামের সভাপতি জনাব রবিউল হাসানের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক জনাব আলী মর্তুজা টিটু এবং সহসভাপতি জনাব আলী রিয়াজের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয় ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয় ।
উক্ত কর্মসূচিতে অংশ নেন ফোরামের প্রধান পৃষ্টপোষক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম, ফোরামের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক জনাব আলী মর্তুজা টিটু, সহসভাপতি আলী রিয়াাজ, ইসলামনগর শহীদ হোসাইন চেীধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীসহ ফ্রোমের অন্যান্য সদস্যবৃন্দ ।
সাধারণ সম্পাদক টিটু বলেন বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি । বৃক্ষের চারা রোপণ না করলে আমরা অক্সিজেন পাব না। দেশের আবহাওয়া বিরূপ প্রভাব সৃষ্টি করবে । তাই সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এবং টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণ, তথা উন্নত প্রাকৃতিক পরিবেশের কোনো বিকল্প নেই । তাই আমরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকি এবং সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করে থাকি ।
ফোরামের সভাপতি রবিউল হাসান বলেন, কিছুদিন আগে আমরা প্রথম ধাপের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছিলাম। দ্বিতীয় ধাপেও এ কর্মসূচি চলমান রয়েছে। চকরিয়ায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গঠিত হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি এবং তা প্রত্যান্ত জনপথে প্রশংসার দাবিদার হয়েছে। আমরা এবছর চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫শত চারা বিতরণ করেছি । প্রতি বছর আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে । এছাড়াও উক্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করার আশ্বাস প্রদান করা হয়েছে ।