কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে মাহি বিন করিম (১৩) নামের এক স্কুল ছাত্রের করোন মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহি পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ও রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার সৌদি প্রবাসি মাহমুদুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আজম বলেন, মাহিসহ ৮/১০ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা মাহি পানিতে ডুবে যায়। পরে সালাহ উদ্দিন নামের এক খেলোয়াড তাকে উদ্ধার করে। আমরা তাকো দ্রুত হাসপাতালো নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে অবগত করি। ঘটনাস্থলে আসলেও তাদের ডুবুরির কোন টীম নেই বলে জানায় তারা। তাদের অবহেলার কারনে মাহির করোন মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন।
মাহির মামা মাহতীর বলেন,মাহি শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠি ফুটবল খেলে সতীর্থদের নিয়ে গোসল করতে যায় উপজেলা পরিষদের পুকুরে। সে সাঁতার জানতো না। মাহি তার মায়ের সাথে কলেজ গেইট চৌমুহনীতে ভাড়া বাসায় থাকতো। এদিকে মাহির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।