সাবেক নির্বাচন কমিশনার (ইসি), কবি ও শিশুসাহিত্যিক মাহবুব তালুকদারের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার তার মেয়ে আইরিন মাহবুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আইরিন মাহবুব বলেন, আজ রাতের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বোন আফরিন মাহবুবু ও কানাডা থেকে ভাই শোভন মাহবুব দেশে ফিরবেন। শুক্রবার বায়তুল মোকাররমে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, বাবার ইচ্ছা ছিল রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তার দাফন হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাথে যোগাযোগ করা হয়েছে। তবে, এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে, সেখানে অনুমতি না পেলে মিরপুর মুক্তিযোদ্ধাদের জন্য কবর উন্মুক্ত সেখানে দাফন করা হবে।
বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে মাহবুব তালুকদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার লাশ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্ম মাহবুব তালুকদারের।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে শপথ নেন মাহবুব তালুকদার।
মাহবুব তালুকদার ও তার স্ত্রী নীলুফার বেগম দম্পতির দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।