জুমার নামাজ পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নয়ন। নয়ন ২০২১ সালে কদমতলা দাখিল মাদরাসা থেকে পড়া শেষ করে নিজামপুর সরকারি কলেজে ভর্তি হন। বর্তমানে তিনি প্রথম বর্ষের ছাত্র। চার ভাই-বোনের মধ্যে ছোট নয়ন।
নয়নের চাচাত ভাই হৃদয় বলেন, ‘আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। দু’জন একসাথে কমতলা মাদরাসা থেকে দাখিল পাশ করে নিজামপুর কলেজে ভর্তি হই। প্রতিদিন একসাথে কলেজ যেতাম। আজ আমাকে ছেড়ে চলে গেছে ভাবতে চোখের পানি ধরে রাখতে পারছি না।’
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, ‘কলেজছাত্র নয়নের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকেরচালক পলাতক আছে।’