জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো: আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদপুরের নগরকান্দায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বেলা ১১টার দিকে নগরকান্দা পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় নগরকান্দা কোর্টপাড় থেকে।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি শহিদুল ইসলাম বাবুল। মিছিলটি নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে পৌছঁলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করে জুঙ্গুরদি বাসস্ট্যান্ডে পৌঁছে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রফিকুজ্জামান অনু, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। প্রায় এক কিলোমিটারব্যাপী মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে শনিবার সকাল ১০টার দিকে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর নেতৃত্বে নগরকান্দা উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরকান্দার জুঙ্গুরদি পেট্রোল পাম্পের সামনে থেকে। মিছিলটি এমএন একাডেমি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পেট্রোল পাম্পের সামনে এসে সমাবেশ করে। এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ প্রমুখ।
উভয় সমাবেশে বক্তাগণ সরকারের বিরুদ্ধে জুলুম-নিপীড়নের অভিযোগ করে বলেন, এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনকে গুড়িয়ে দিতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, তারেক রহমান যখন ডাক দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটাব। তারা সরকারের ইন্ধনে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যবৃদ্ধি করে জনগণের সম্পদ হাতিয়ে নেয়ার অভিযোগ করেন।