জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ সকল দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলার বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের হামলা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে হাসপাতাল সড়কে উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার ব্যক্তিগত কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। পরে সেখানে যুবলীগ ও ছাত্রলীগ মোটরসাইকেল বহর নিয়ে দলীয় শ্লোগান দিয়ে সমাবেশ হামলা চালায় এবং সমাবেশ বন্ধ করতে বলেন।
এ সময় পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে দু’দলকে সরিয়ে দিয়ে পরিবেশ শান্ত করেন।
পরে পুলিশের অনুমতিতে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে সমাবেশ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, বামনা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মুহিদুল ইসলাম মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক ঈসা খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন সময় এসেছে এই আওযামী লীগ সরকারকে নামানোর এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক আজকের অতর্কিতভাবেই হামলার নিন্দা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।