ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জাওয়াদ (৪)। সে সনমান্দি দড়িকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাংচুর করে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শিশু জাওয়াদ ও তার মায়ের নানী মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে শিশু জাওয়াদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় এলাকাবাসী মৃতপ্রায় অবস্থায় আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।