চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় তৌহিদুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশার (সিএনজি) চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অপর এক যাত্রী।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ ওই এলাকার শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মহাসড়কের পুকপুকুরিয়া এলাকায় বিপরীতগামী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান চালক তৌহিদ। স্থানীয় লোকজন অপর আহতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহাম্মদ মুর্শেদুল আলম দুর্ঘটনা কবলিত বাসটি পালিয়ে যায় বলে তিনি নিশ্চিত করেছেন। তবে বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।