• সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লামা ফাঁসিয়াখালীতে মসজিদের নাম দিয়ে ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা দর্শনায় মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মারছা গাড়ীর ধাক্কায় লাইফ সাপোর্টে কলেজ ছাত্রী রাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত মহেশপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা পেকুয়ায় প্রবাসীর স্ত্রী, ছেলেসহ আহত-২ চকরিয়ায় শিশু হত্যার প্রধান আসামী সুমাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আকষ্মিক পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন পুলিশ সুপার ৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

ডেপুটি স্পীকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

নিজস্ব প্রতিনিধি / ১৪২ Time View
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-কে শপথ বাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামসুল হক টুকু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়ে এ শপথ বাক্য পাঠ করেন।

সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রবিবার (২৮ আগস্ট ২০২২) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১ম বৈঠকে ডেপুটি স্পীকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুল ইসলাম।

পরে মাননীয় স্পীকার নিয়ম অনুযায়ী ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম সংসদে ভোটে দেন। সেই প্রস্তাব সবর্সম্মতভাবে গৃহীত হলে মোঃ শামসুল হক টুকু এমপি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
অতঃপর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে নবনির্বাচিত ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি