কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় মাতামুহুরি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৭ ঘণ্টা পর শফি আলম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
আজ রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরি নদীর কুইন্যারকূম এলাকায় ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে মাতামুহুরি নদীর তীরে ৭-৮ জন জুয়াড়ি জুয়া খেলছিল।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। তাদের মধ্যে ৩ জন মাতামুহুরি নদীতে ঝাঁপ দেয়। দু’জন সাঁতরায়ে কূলে উঠতে পারলেও শফি আলম নামে এক যুবক নিখোঁজ ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।