ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নবনির্বাচিত তিন ইউপি`র চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ আগস্ট সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান। নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ৩নং হোসেনগা ইউপি`র মতিউর রহমান মতি, ৫নং বাচোর ইউপি`র জিতেন্দ্র নাথ বর্মন, ৮নং নন্দুয়ার, আব্দুল বারী শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের মাধ্যমে ইউনিয়ন বাসীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, রামকৃষ্ণ বর্মন উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রাশাসনের কার্যালয়,জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সম্পর্কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
আগামী ৩০ আগস্ট সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে উপজেলা পরিষদের সভাকক্ষে।
উল্লেখ যে গত ২৭ জুলাই এই তিনটি ইউপি তে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।