কোরিয়ার বিখ্যাত কসমেটিকস কোম্পানি ATOMY (bangladesh) এর ঈশ্বরদীর সন্তান আমিনুজ্জামান সোহেলের সহযোগিতায় ঈশ্বরদীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ আগস্ট) বিকালে উপজেলার সলিমপুরে স্বপ্নদ্বীপ রিসোর্টে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন কোরিয়ান লি গান নং ও জিওং তাই হুন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান পাতা, সাপ্তাহিক পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাপ্তাহিক সমকোণ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. তারেক বিশ্বাস, মো. ইমরান হোসেন, মো. শরীফ হাসান শশী, মোছা. বর্ষা, মোছা. আশা বেগম, শ্রী সুমন কুমার, মো. রফিক ইসলাম, বিবিসি একাত্তর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মুশফিকুর রহমান প্রমূখ। এছাড়াও সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।