কক্সবাজার জেলার চকরিয়ায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৩১ আগষ্ট (বুধবার) চকরিয়া উপজেলার স্বনামধন্য চকরিয়া প্রো ক্যাডেট কলেজ অডিটরিয়ামে সকাল ১০ টায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা কর্মীদের নিয়ে এ সভায় সভাপতিত্ব করেন,জনাব সরোয়ার আলম বীর মুক্তিযোদ্ধা। ওই সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশের ওয়ার্কাস পার্টীর কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও কক্সবাজার জেলার সভাপতি কমরেড আলহাজ্ব জনাব হাজী বশিরুল আলম,বিশেষ অতিথি ছিলেন,কমরেড জনাব হারুনর রসিদ,কমরেড আমজাদ হোসেন,কক্সবাজার জেলা শাখার ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক কমরেড মাইনুদ্দীন হাসান শাহেদ,ওয়ার্কাস পার্টির চকরিয়া উপজেলার সভাপতি কমরেড খোরশেদ আলম, কক্সবাজার জেলা যুবমৈত্রীর সহ-সভাপতি ও সাংবাদিক কমরেড জেপুলিয়ান দত্ত জেপু,কমরেড আবচার, কক্সবাজার জেলা শাখার যুবমৈত্রীর সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন,বাংলাদেশ যুবমৈত্রীর কক্সবাজার জেলা শাখার সভাপতি কমরেড ওসমান গণি,চকরিয়া উপজেলা যুবমৈত্রীর সভাপতি কমরেড শহীদুল আলম,কক্সবাজার জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,কমরেড মাঃ লোকমান, কমরেড যুবনেতা নুরুন্নবী,কমরেড ইদ্রিস প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন,বাংলাদেশের ওয়ার্কাস পার্টি এ দেশের গরীব দুঃখী মানুষের কথা বলে।মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে,অন্যায় জুলুম,নির্যাতনের প্রতিবাদ করে । আগামীতেও চকরিয়ায়-পেকুয়ার গণমানুষের পাশে থাকবে ওয়ার্কাস পার্টি। শ্রমজীবী মানুষের সম্পদ কেড়ে নেওয়া নেতাকে চকরিয়ার মানুষ বার বার উপেক্ষা করেছে এবারও সাধারণ মানুষ বুঝতে পারছে। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরকার ছত্রছায়ায় রেখে সাধারণ জনগণকে ধোকা দিচ্ছে। এছাড়া দেশে প্রশাসকের কাছেও মানুষের নিরাপত্তা নেই।প্রতিনিয়ত খুন,রাহাজানি,ধর্ষণ, চিনতাই,জমি দখলবাজরা ফুলে ফেঁপে উঠছে রাতারাতি। এ ধরনের অপরাধী থেকে মানুষ মুক্তি চায়।
প্রেস বিজ্ঞপ্তি