ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে স্থানীয় মেইন বাসষ্টান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক,
পৌর বিএনপি’র সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু। উপজেলা যুবদল নেতা আশরাফুজ্জামান খাঁন মুকুল, আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইকরামুল হক, সাবেক ছাত্র নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন,ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, যুবদল নেতা আবু তালেব রিপন, উপজেলা ছাত্রদের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন প্রমূখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন