কক্সবাজারের চকরিয়ায় স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে দিবালোকে বখাটে কতৃক ইভটিজিং পূর্বক শ্লীলতাহানি ও হামলার শিকার হয়েছে সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী। স্থানীয় বখাটে মিনার, নোমান,ফয়সাল এই ঘটনায় জড়িত বলে ২ নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন নিশ্চিত করেন।ঘটনাটি ঘটেছে উপজেলার সাহারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ড রেসিডেন্সিয়াল স্কুলের সামনে চলাচল সড়কে।
এ ঘটনায় হামলার শিকার দুই ছাত্রী স্কুল প্রধান শিক্ষক বরাবর অভিযোগের ভিত্তিতে ৯৯৯ নং এ ফোন করার পরিপ্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাহবুব আলমের পূত্র ওবাইদুল্লাহ(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।
বিএমএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কায়সার লিটন জানান,সকালে স্কুলে আসার পথে স্কুলের ২ ছাত্রীকে শ্লীলতাহানি ও হামলার ঘটনা শুনে প্রসাশনের সহযোগিতায় এক জনকে গ্রেফতার করলেও বাকী ৩ জন পালিয়ে যায়।বখাটেদের হামলায় রক্তাক্ত জখমী দুই ছাত্রী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।তিনি ঘটনায় জড়িত বাকীদেরও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)চন্দন কুমার চক্রবর্তী জানান,স্কুল প্রধান শিক্ষকের অভিযোগে ভিত্তিতে এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।