কক্সবাজারের পেকুয়ায় মোটর চালিত অটোরিক্সা ও কাঠবোঝায় ভ্যানের মুখোমুখি ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। নিহত মো.জাকের হোসেন (৬০) উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকার মৃত.বশির আহমদের ছেলে। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং জালিয়ার চাং রাস্তার মাথা সংলগ্ন পয়েন্ট এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে,যাত্রীবাহী দ্রুতগামী চট্টগ্রাম অভিমুখী একটি অটোরিকশা (সিএনজি) ও বিপরীতমুখী একটি চেরাইকাঠ বোঝায় ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। ভ্যানটি উল্টে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় ভ্যানের চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, এখনো এ ধরনের খবর কানে আসেনি। আমি খোঁজ নিয়ে দেখছি। তবে ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।