ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান (দুলাল) এমপি বলেছেন, এখনো আমাদের ৬ মাসের রিজার্ভ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ৬ মাসের খাদ্যও মজুদ রয়েছে। সামনের যে ফসল আছে সেই ফসল প্রকৃতিক দুর্যোগে যদি নষ্ট হয় এ জন্য আড়াই হাজার টন গম-চাল আমদানি করা হয়েছে। তিনি বলেন, বাহাদুরাবাদ-বালাসী ঘাটের টানেল নির্মাণ হলে আমরা স্বর্গে থাকব।
বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাহাদুরাবাদ-বালাসী ঘাটের মধ্যে টানেল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। সকলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এই টানেল নির্মাণ হলে আমরা স্বর্গে থাকব বুঝতেই পারছেন।
প্রেস ক্লাবের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, এম এ সামাদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম দুলাল, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও সদস্য শফিকুর রহমান শিবলী।