ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমী আয়োজিত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বলিদ্বারা রাঙ্গাটঙ্গি জঙ্গল বিলাস ফুটবল মাঠে রাঙ্গাটঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি প্রীতি মহিলা ফুটবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়৷ উক্ত প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন জেলা পুলিশ সুপার ঠাকুরগাঁও৷ বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,তাজুল ইসলাম রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল পরিচালক, ওসি এস এম জাহিদ ইকবাল৷ এছাড়াও বিশিষ্ট ঠিকাদার আরফিন ও জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক কুশমত আলী,খেলোয়ারবৃন্দ অন্যান্য সাংবাদিকগন ও দর্শকবৃন্দ্ব ৷খেলা পরিচালনা করেন হান্না হেমরম,শুগা মরমু৷ পঞ্চগড় মহিলা ফুটবল দলকে ৪-০গোলে হরিয়ে রানীশংকৈল মহিলা ফুটবল দল জয়লাভ করে৷