আনোয়ারায় বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিষেক ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল হালিমের সঞ্চালনায় প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বরুমচড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম চোধুরী বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যন্যদের মধ্যে মিজানুর রহমান চৌধুরী সেলিম, মোনায়েম খান, মো.ইলিয়াছ, সাংবাদিক এম নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, মো.জাকের উল্ল্যাহ, মো.শহীদ ও রাশেদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।