বইয়ের সাথে প্রেম করেছি, বই জীবনের সই- বইয়ের সাথে জীবনযাপন, বই সাধনার মই” এই প্রতিপাদ্যে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের “বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার”এর আত্ম-প্রকাশ নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
৩রা সেপ্টেম্বর ২০২২ইং দুপুর সাড়ে ৩ টার সময় রেপার পাড়া বাজার সংলগ্ন আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে বর্ণ সাজ পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি এম,ডি জিয়াবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু দুর্যয় ত্রিপুরা’এর সঞ্চালনায় উক্ত সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুংড়ি মং মার্মা সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন (এম,এ) ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন (বি,এস,সি) ভাইস চেয়ারম্যান আলীকদম উপজেলা পরিষদ, নাছির উদ্দীন আলীকদম ১নং সদর ইউনিয়ন পরিষদ, সমর বড়ুয়া সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখা, ফোগ্য মার্মা সাবেক চেয়ারম্যান ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
আরও উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মিজবাহ উদ্দীন যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শখা, ফেরদৌস রহমান সাবেক চেয়ারম্যান ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, ,২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উনুমং মার্মা, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,২নং চৈক্ষ্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান প্রমুখসস বর্ণ সাজ পাঠক ফোরামের নবগঠিত সদস্য বৃন্দুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভাষা,শব্দের সৌন্দর্য আর জীবনের আবেগ অনুভূতির গভীরতা উপলব্ধি করতে হলে আমাদের বই পড়তে হবে বই থেকে প্রাপ্ত জ্ঞান অমূল্য সম্পদ বই পৃথিবীর সকল বিষয়ের জ্ঞানের আধার। বই থেকে মানুষ তুলনামূলক কম অর্থঃ ও শ্রমের বিনিময়ে অধিক পরিমাণ জ্ঞান আহরণের সুযোগ লাভ করা যায়।
বক্তারা আরও বলেন বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাবার দরকার, তেমনি জীবনকে গতিময় করার জন্য দরকার জ্ঞান। কারণ জ্ঞান হল মনের খোরাক বা খাবার। আর জ্ঞানের আধার হল বই। যে জাতি যতবেশি বই পড়ে জ্ঞানার্জন করে সে জাতি ততবেশি এগিয়ে যায়।