• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ ও ভাঙচুর

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা / ৮৮ Time View
আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি ও চানপট্টি গ্রাম এবং চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামবাসীর মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের হয়েছে। এ সময় ঘারুয়া এবং পূর্বসদরদী বাজারের ব্যাবসায়ী প্রতিষ্ঠানগুলো হামলা এবং ব্যাপক ভাঙচুরের শিকার হয়।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, গত কয়েক দিনের ঘটনার জেরে শুক্রবার ঘারুয়া বাজারে প্রতিপক্ষ পূর্বসদরদী গ্রামের লোকজনের হামলার জের ধরে শনিবার সকালের দিকে মক্রমপট্টি ও চাঁনপট্টি গ্রামে তিন শতাধিক লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে ঘারুয়া ব্রিজসংলগ্ন পূর্ব সদরদী বাজারে হামলা চালায়। এতে প্রায় ২৫-৩০টি দোকান ঘর ভাঙচুর এবং লুটপাটের শিকার হয় বলে ভুক্তভোগীরা জানান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের দাবি, উভয় এলাকার কিছু উচ্ছৃঙ্খল উঠতি বয়সের কিশোর গ্যাং নামে পরিচিত মাদক সেবনের সাথে জড়িত। কয়েক দিন আগে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রাম ও মক্রমপট্টি গ্রামের মোড় এলাকায় পূর্ব সদরদী এলাকার কিছু বখাটে কিশোর গ্যাং মাদক সেবন করতে যায়। এতে মক্রমপুট্টি এলাকার কিশোর গ্যাং নামে পরিচিত কয়েকজন তরুণ মাদক সেবনে বাধা দিলে কথা কাটি কাটি হয়। এর জের ধরে শুক্রবার মক্রমপুট্টির বেশ কয়েকজন তরুন ঘারুয়া স্কুল মাঠে ফুটবল খেলতে এলে পূর্ব সদরদী কিশোররা উস্কানি দেয় এবং পরে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পূর্বসদরদী কিশোরদের পক্ষ হয়ে ওই এলাকার লোকজন ঘারুয়া বাজারে হামলা চালায়। এতে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে শনিবার সকালে ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি ও দক্ষিণ চাঁনপট্টির লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব সদরদীর বাজারের দোকান পাট ভাঙচুর করে। এ সময়ে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্থ হয় বলে ভুক্তভোগীরা জানান।

ক্ষতিগ্রস্ত জনৈক ব্যক্তি জানান,পূর্ব সদরদী নতুন বাজারের ভিআইপি স্যালুনের ভিতরে গ্যাসের পাত্র ভাঙচুর করা হয়। এছাড়া নাসির ডেকারেটের ২টি বক্স ও ২টি মিক্সছার সেট এবং মানিক মিয়ার ৭ থেকে ৮ মন পাট নদীতে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া যায়। অপরদিকে গতকাল বিকেলে সজীব কনফেকশনারিতে হামলা চালিয়ে একটি ফ্রিজ ভাঙচুর করে এবং কুতুব স্টোরে একটি তেলের ব্যারেলে আগুন ধরিয়ে দেয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি