সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯বছর পরে অনুষ্ঠিত হলো কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ইং।
রবিবার (৪সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলার ফাঁসিয়াখালীর এটিএম পার্কে প্রথম অধিবেশন ও বিকাল ৩টায় পৌরশহরস্হ মহিলা কলেজে দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হয়েছে।
৯ বছর সময় অতিবাহিত করে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে জাহেদুল ইসলাম লিটু সভাপতি ও লায়ন আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিতব্য সম্মেলন ও কাউন্সিলে পৌরসভা আ”লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু’র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক-আতিক উদ্দিন’র সঞ্চালনায়,পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন-চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম(বিএ,অনার্স,এমএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আ”লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র,সহ-সভাপতি আজিজুর রহমান,রেজাউল করিম,যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরুদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক-গিয়াস উদ্দিন চৌধুরী,বিশেষ বক্তার বক্তব্য রাখেন-জেলা আ”লীগের সদস্য-এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী,পৌর-আ’লীগের নেতাকর্মী,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,পুলিশ প্রশাসন সহ সাংবাদিক বৃন্দরা উপস্হিত ছিলেন।