পেকুয়া চৌমুহনী মসজিদ মার্কেটে অবস্থিত ছিদ্দিকী ষ্টেশনারী দোকানে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পেকুয়া থানা পুলিশ মালামাল জব্দ ও ১ জন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। গত ৩০ আগষ্ট দিবাগত রাতের কোন সময়ে এ ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা যায়, ওই দিন রাতে চোরের দল ছিদ্দিকী ষ্টেশনারীর দোকানের উপরে টিন কাটিয়া ঢুকে পড়ে। এ সময় চোরের দল দোকানে থাকা ডেল কোম্পানীর ১ টি ল্যাপটপ যার মূল্য ৮০ হাজার টাকা, নিকন ডিএসএলআর ক্যামরা যার মূল্য ১ লক্ষ টাকা, নগদ ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি দোকানের মালিক ফরহাদ কবির ছিদ্দিকী পেকুয়া চৌমুহনীর ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পেকুয়া থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ দোকানটি পরিদর্শনে আসেন। এ সময় দুর্ধর্ষ চোরের দল চোরাইকৃত মালামাল বিক্রির জন্য বাঁশখালী থানার কাথারিয়া চেয়ারম্যান ঘাটায় নিয়ে যান। তৎক্ষণাৎ পেকুয়া থানা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ধর্ষ চোর আবদুল মন্নান প্রকাশ মিতুলকে মালামালসহ আটক করে। পেকুয়া থানা পুলিশ ওই চোরকে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা অকপটে স্বীকার করেন। তার সাথে আরো ২ জন সহযোগী আছে মর্মে পুলিশকে জানান। এ ঘটনায় দোকান মালিক ফরহাদ কবির ছিদ্দিকী বাদী হয়ে ৩ জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা রেকর্ড করেন। যার মামলা নং ১, ধারা: ৪৫৭/৩৮০/৪১১। এ দিকে পেকুয়া থানার নিকটবর্তী এলাকায় এ ধরনের চুরির ঘটনা হওয়ায় সবাই হতবাক হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারন জনগন এ দুর্ধর্ষ চোরের যথাযথ শাস্তি দাবী করছেন।