• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৬ বাড়িতে আগুন বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২ আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাইন্ডশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা সম্পন্ন ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে তৃনমুলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগত অর্থ প্রদান তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন — আইন ও সালিশ কেন্দ্র কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা চকরিয়ার তিন প্রবাসীর জানাজা সম্পন্ন ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন

মধুর প্রতিশোধ নিল পাকিস্তান; ৫ উইকেটে জয়

স্পোর্ট ডেস্ক / ৯৭ Time View
আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে গ্রুপপর্বে হার দিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। সুপার ফোরে এসে সেই হারের প্রতিশোধ নিলো পাকিস্তান। আরেকটা টানটান উত্তেজনার ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভার পর্যন্ত ছিল লড়াই। যাতে শেষ হাসি হাসে পাকিস্তান, মাত্র ১ বল হাতে রেখে। ১৯তম ওভার ৪ বলে যখন আসিফ আলীর উইকেট পড়ে তখনও সবাই উত্তেজিত। কারণ খেলাটা যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান কাপ্তান। ভারতের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ ১৮১ রান।

ভারতের দেয়া লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। তবে দলের সে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। কিন্তু ফখরকে তুলে নিয়ে সে আবার পাকিস্তানকে ধাক্কা দেন চাহাল। তবে এক পাশ ধরে রেখে ব্যক্তিগত ফিফটি এবং দলকে এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখে রিজওয়ান।

ইনিংসের চতুর্থ ওভারে রোহিত শর্মার তালু বন্দি হন পাকিস্তান কাপ্তান বাবর। রবি বিষ্ণুইর চতুর্থ ওভারে পাকিস্তান যখন প্রথম উইকেট হারায় তখন দলীয় সংগ্রহ ২২ রান।

এর পর নবম ওভারে ফখর জামান (১৫) বন্দি হন বিরাট কোহলির হাতে। তারপর থেকে উইকেট ধরে ধীর গতিতে রান তুলতে থাকে পাকিস্তান। ১৫ ওভার ৩ বলে ব্যক্তিগত ৪২ রানে ফেরেন মোহাম্মদ নওয়াজ। তখন দলীয় সংগ্রহ ১৩৬ রান। এরপর রিজওয়ান ফেরেন ব্যক্তিগত ৭১ রান করে। এই দু’ব্যাটার মূলত পাকিস্তানের জয়ের ভিত মজবুত করে যান।

শেষে আসিফ আলীর ৮ বলে ১৬ আর খুশদিল শাহের ১৪ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। শেষ ওভারে ২ বল হাতে রেখে বিদায় নেন আসিফ আলী। যদিও তখন জয় থেকে মাত্র ২ রানে পেছনে বাবরের আযমের দল। ইফতিখার আহমেদের শর্টে সেই কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বোলারদের ওপর তাণ্ডব চালান দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে এ দু’জন তোলেন ৫৪ রান। এরপর হারিস রউফের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত যাওয়ার ৮ রান পর বিদায় নেন লোকেশ রাহুল। তিনি শাদাব খানের বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দেন।

এরপর বিরাট কোহলি সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ ও দীপক হুদাকে নিয়ে ছোট ছোট জুটি গড়েন। এর ফাঁকে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম অর্ধশত তুলে নেন। শেষ পর্যন্ত কোহলি ৪৪ বলে ১ ছয় ও ৪ চারে ৬০ রান করে দলীয় ১৭৩ রানের সময় আসিফ আলীর দুর্দান্ত থ্রোয়ে রান আউটের শিকার হন। শেষ দু’বলে রবি বিষ্ণুই ২ চারে ভারতের সংগ্রহ গিয়ে ঠেকে ১৮১ রানে। আর পাকিস্তান লক্ষ্যমাত্রা পায় ১৮২ রানে।

পাকিস্তানের হয়ে শাদাব খান ২টি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

আজকের ম্যাচে পাকিস্তান একটি পরিবর্তন এনেছে ইনজুরি আক্রান্ত শাহনেওয়াজ দাহানির জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ হাসনাইন। ভারত তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দীনশে কার্তিক ও আবেশ খানের জায়গায় দলে ফিরেছেন ঋষভ পান্থ ও রবি বিষ্ণুই। আর রবীন্দ্র জাদেজার জায়গা দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট ২ বল হাতে রেখে জয় পায় ভারত। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের হার্দিক পান্ডিয়া।

ভারতের একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিশব পন্থ (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণুই, আর্শদ্বীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের একাদশ :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি