কিডনী রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আনোয়ারা থানায় কর্মরত ইয়াউর রহমান (৪৬) নামে এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে তিনি আনোয়ারা থানার পাশে ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান। তিনি বলেন, ‘এসআই ইয়াউর রহমান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। তিনি থানার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার নিজবাড়ি নোয়াখালীতে তাকে দাফন করা হয়েছে।’ আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।