কক্সবাজারের চকরিয়ায় গাঁজা উদ্যোক্তা জাকেরের চাষকৃত আড়াই একর গাঁজার ক্ষেত গুঁড়িয়ে দিল র্যাব -১৫।
রোববার দিবাগত রাতে উপজেলার কাকারার লোটনি গ্রামে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৫ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি জামিলুর রহমান,সাথে ছিলেন সঙ্গীয় ফোর্স।
আটককৃত গাঁজা ক্ষেতের মালিক জাকের আহমদ,উপজেলার কাকারা ইউনিয়নের লোটানি গ্রামের মৃত জাফর আলমের ছেলে।
র্যাব-১৫ এর দেওয়া সংবাদ ব্রিফিং’র মাধ্যমে জানান যায়, উপজেলার কাকারা ইউপির উত্তর পাহাড়তলিতে সরকারী বনভুমির পাহাড় দখল করে গাঁজার বাগান সৃজন করে জাকের। গোপন সূত্রে খবর পেয়ে আমরা গাঁজা বাগানে অভিযান চালায়। অভিযানে চাষকৃত গাঁজার বাগানটি নষ্ট করে ফেলা হয়। এসময় গাঁজা বাগানের মালিক নিজেকে উদ্যোক্তা বলে দাবি করেন।