• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

ঠাকুরগাঁও রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ৬৭ Time View
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনও স্টিভ কবির,
আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার প্রমুখ।
এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও তার বক্তব্যে বলেন আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী সামাজিক
সম্প্রীতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। নির্দেশিত সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। এ কমিটির সম্মানিত সদস্যরা শুধু ধর্মীয় নয়, সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবেন। আসন্ন দুর্গাপূজাসহ কোথাও যেন ধর্মীয় উগ্রতা, জেহাদি তৎপরতা দেখা না দেয় এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা চেয়ারম্যান বলেন, সামাজিক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি। তাই সামনের দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে
এবং এই কমিটিকে সেই ভূমিকা পালন করতে হবে। পরে,
ইউএনওকে সভাপতি করে ৩৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি