৬সেপ্টেম্বের২০২২ইং রোজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গা পুজা-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা পর্যায়ের পুজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল: জেলা ও সদর উপজেলার পুজা কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। উক্ত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল; অফিসার ইনচার্জ, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও রুহিয়া থানা সহ উপজেলা পর্যায়ের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ।