ঝিনাইদহে বিভাগীয় কমিশনারের সাথে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেই সময় খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জনাব আশিকুর রহমান, সিভিল সার্জন শুভ্রা দেবনাথ সহ প্রশাসনের কর্মকর্তারা ও সুধিজনরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার সকল দপ্তরের পদস্থ কর্মকর্তা, সুধিজন ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নের্তৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার সার্বিক আইনশৃংখলাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে জেলার সকল সমস্যা ও সম্ভাবনার বিষয় সরকার প্রধানের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।