আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চকরিয়া উপজেলার মালুমঘাটস্থ রিংভং দক্ষিন পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিংভং দক্ষিন পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সহযোগিতায় আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি কমিটি (সনাক) চকরিয়ার সহ-সভাপতি ও মেমোরিয়াল খ্রীস্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু বিকাশ দে, সনাক সদস্য নন্দিতা মুৎসুদ্দী, সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওরঙ্গজেব সুজন।
সমাজের সকল স্তরে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য র্যালি বিদ্যালয় হতে মালুমঘাট স্টেশন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী আলোচনা সভার প্রধান অতিথি সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর বলেন, একমাত্র ‘মা’য়েরাই পারেন পরিবার ও সমাজকে নিরক্ষরতামুক্ত রাখতে। ৫বছর বয়সী সকল শিশুদেরকে যথাসময়ে বিদ্যালয়ে ভর্তি করানোর পাশাপাশি পরিবারে বয়স্ক নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষরজ্ঞান অর্জনে মায়েদের ভূমিকা অপরিসীম। তাছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ঝরেপড়া শিশুদের লেখাপড়ায় ফিরিয়ে আনতেও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আজকে র্যালি ও আলোচনা সভা আয়োজনে সহায়তা করায় সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি চকরিয়া, সনাকের ইয়েস গ্রæপ ও এসিজি গ্রæপের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
সনাক-টিআইবি কর্তৃক রিংভং দক্ষিন পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি)’র নারী সদস্য সাদিয়া সোলতানা রুমি উপস্থিত সকলের উদ্দেশ্যে পরিবারে শিক্ষার গুরুত্ব, শিক্ষা অর্জনের পদ্ধতি এবং মায়ের ভূমিকা নিয়ে অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি রুনেন্দু বিকাশ দে বলেন, একসময় সাক্ষরতার অর্থ ছিল শুধু লিখতে পারা। কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে আজ সাক্ষরতার ব্যাপকতা অনেক। তাই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ যাতে একান্ত প্রয়োজনীয় বিষয়াদি লিখতে ও পড়তে পারে সেব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
সনাক চকরিয়ার ইয়েস দলনেতা কহিন আল ইসলামের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সনাক চকরিয়ার ইয়েস ও এসিজি গ্রæপের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।