সকল ষড়যন্ত্র উপেক্ষা করে,সুযোগ সন্ধানীদের স্বপ্ন আর আশার সঞ্চার ডুবে দিয়ে,মনের ভেতকার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রায় ১০ বছর পরে এসে অনুষ্ঠিত হলো”চকরিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ইং।
শনিবার (১০) সকাল ১০টার চকরিয়া কলেজের মাঠে সম্মেলন ও বিকাল ৩টার সময় আমজাদিয়া মাদ্রাসায় কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিতব্য কাউন্সিলে দ্বিতীয় বারের মত আবারো বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা আ’লীগের সফল সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।যাকে সম্মেলনের মঞ্চে প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি ঘোষণা দিলেন,জেলা আ’লীগের সাধারণ সম্পাদা মুজিবুর রহমান মেয়র।কাউন্সিলে ভোটারদের স্বতঃস্ফূর্ত মনে দেওয়া ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন-আবু মুছা।
সম্পাদক পদে আরো যারা ছিলেন,তারা হলেন-জামাল উদ্দিন জয়নাল,মনিরুল হক ভূট্রো ও রুস্তম শাহরিয়া।
অনুষ্ঠিত সম্মেলনটি উপজেলা আ’লীগের সভাপতি ও মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এর সভাপতিত্বে,যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আজিম,পৌর-আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও উপজেলা যুবলীগের সম্পাদক কাউছার উদ্দিন কছির এর সময়ভেদে সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
লাখো-লাখো জনতার উপস্হিতিতে অনুষ্ঠিত উপজেলা আ’লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন-বাংলাদেশ আ’লীগ সরকারের মহান জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিকভাবে চট্রগ্রাম বিভাগের টিম প্রধান আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন-বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সম্মেলনটি উদ্বোধন করেন-কক্সবাজার আ’লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।প্রধান বক্তার বক্তব্য রেখেছেন-জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর-মেয়র মুজিবুর রহমান।এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্য বক্তব্য রেখেছেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুর রহমান,সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক রনজিত দাশ,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন,জেলা কমিটির সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া,আমিনুর রশিদ দুলাল ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার প্রশান্ত বাবু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই আমাদের নেতা একটাই,তিনি হলেন মানবতার মা,সফল রাষ্ট্র নায়ক,জননেত্রী শেখ হাসিনা।তিনি আজ কক্সবাজার জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে গিয়ে অকল্পনীয় উন্নয়ন করে যাচ্ছেন।তাই আপনারই সেই দেশপ্রমি মহান নেত্রীকে আবারো মহান সংসদ নৌকা প্রতিক নিয়ে পাঠাবেন এবং দীর্ঘায়ু কামনা দোয়া করবেন।পরিশেষে বলবো এমপি জাফর ভাই এসে চকরিয়া-পেকুয়াতে আ’লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।সেই আমি অবদানের কথা স্বীকার করেই,উপজেলা আ’লীগের সম্পাদক গিয়াস উদ্দিন ভাই ফোন করেছিলাম।বলেছিলাম সম্মেলন ও কাউন্সিলে অংশ নিতে এবং আগের মত পরিশ্রম করে সম্মেলন সফল করতে।কিন্তু তিনি সম্মেলন ও কাউন্সিল বর্জন ঘোষণা দিয়ে,এখানে আসেনি।তাছাড়া এই উপজেলার সম্মেলনের তারিখ আমি তিনবার পরিবর্তন করেছি।তাই সময় স্বল্পতার কারণে আমি পূর্বের নিধারিত তারিখ মোতাবেক সম্পেলন শেষ করে যাচ্ছি।দলের জন্য আপনি বসে থাকবেন,দল নয়।মান-অভিমান ভেদাভেদ ভুলে চলে আসুন।সংগঠনের নীতিমালা মেনে চলুন।তাইতো বলি-যদি তোর ডাকে,কেউ না আসে,তবে একলা চলরে।
সর্বশেষে উপস্হিত জেলা আ’লীগ,উপজেলা ও পৌর-আ’লীগ এবং অঙ্গসংগঠন, কাউন্সিল, ডেলিকেট, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক,পুলিশ প্রশাসন,গোয়ান্দা বিভাগ ও লাখো-লাখো জনতার প্রতি কৃতজ্ঞতা,ধন্যবাদ জানান স্বপন এমপি।
অনুষ্ঠানের শুরুতে অর্ধনির্মিত জাতীয় পতাকা উত্তোলন সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশ সহ ব্রিটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথের সম্মানে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনও করা হয়েছে।