ঠাকুরগাঁওয়ে বাবা ও ভাইকে কারাগারে দেখেতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন দশম শ্রেণির ছাত্রী। শনিবার (১০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর উপজেলার কৃষ্ণপুর ইক্ষু খামার এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতের রায়ে কারাগারে রয়েছে ওই ছাত্রীর বাবা ও ভাই। তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শুক্রবার দুপুরে গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী।
ভুক্তভোগী ছাত্রী জানান, শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি থ্রি-হুইলারে করে ঠাকুরগাঁও কারাগারে আসার সময় বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে বাবুল, ঘগার ছেলে তালেব, নেওঘাটির ছেলে আসলামসহ অপরিচিত আরও তিনজনসহ গলায় ছুড়ি ধরে। এ সময় মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে যাই।তিনি জানান,
জ্ঞান ফিরলে দেখি একটি ঘরে ছয়জন আমাকে ঘিরে ধরে আছে। এ সময় তারা আমাকে নির্যাতন করলে আবার অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।
ভুক্তভোগীর মা বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই। দুই ছেলের মধ্যে এক ছেলে পলাতক আরেক ছেলে ও স্বামী জেলে। শুক্রবার দুপুরে মেয়েটা বাবা-ভাইকে দেখতে এসে মেয়ে নির্যাতনের শিকার হয়েছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ প্রতিনিধিকে বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।