চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৃহত সামাজিক ও মানবিক সংগঠন “মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন” এর মাসিক আলোচনা সভা ও দেশে এবং প্রবাসে অবস্থানরত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ই সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সদরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট হাঁড়িয়ালী রেস্তোরাঁয় মাসিক আলোচনা সভা ও বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দীনের সভাপতিত্বে সহ অর্থ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ হুসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এনামুল হক নাবিদ ও সাংবাদিক জাহিদ হৃদয়, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
সদস্যেদর মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোঃ সুমন সিনিয়র সদস্য মোঃ মোরশেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।