ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বিড়াশি স্কুল মাঠে লেহেম্বা ইউনিয়ন আওয়ামী- স্বেচ্ছাসেবক-লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লেহেম্বা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম দোস্তগীর বিপ্লবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা আ”লীগের সভাপতি সইদুল হক,গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আ”লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা৷ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, রানীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,ভাইস- চেয়ারম্যান সোহেল রানা ও সাধারণ সম্পাদক আরথান আলী৷
এছাড়াও উপজেলা আ”লীগের সহ সভাপতি ইসাহাক আলী ও ইউনিয়ন আ”লীগ সাবেক সভাপতি অধ্যক্ষ আযহারুল ইসলাম ও লেহেম্বা ইউনিয়ন আ”লীগের আহবায়ক এম এ মমিন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সায়েদা উম্মুল খায়ের,সহ-সভাপতি শাহনেওয়াজ কাদির চৌধুরী শাকিল ও আরাফাত জামান অপু, সাংগঠনিক সম্পাদক এমদাদ ফরহাদ, এবং স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,সাবেক ভাইস-চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
শেষে রাত ৯ টায় উপজেলা আ.লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্বিলিত নেত্রীবৃন্দের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আরমান কাউসার জুয়েলকে সভাপতি এবং মুক্তারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে তাদের নাম ঘোষনা করা হয়।