• রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
অস্থিতিশীল বাজার,লাগাম টানা না গেলে দায়ভার সরকারের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া পৌরসভা জামায়াতের আর্থিক সহায়তা প্রদান দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু ‘আওয়ামী লীগের সামনে দুইটি পথ খোলা; পতন কিংবা পলায়ন’ এতিমখানায় পড়ার সময় প্রেম, যুবকের বাড়িতে কিশোরীর অনশন ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, বাংলাদেশি থাকার আশঙ্কা খুটাখালীতে আর কত প্রাণ ঝরলে,বনভূমি থেকে মুরগির খামার উচ্ছেদ হবে পেকুয়ায় ২৪ ঘন্টার মধ্যে হাজির থাকতে প্রেমিক জুটিকে আল্টিমেটাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ৬০ শিক্ষার্থীকে আটক

কোচাঁদপুরে ৫ বিঘা কুমড়া গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১০৭ Time View
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক কৃষকের ৫ বিঘা ধরন্ত কুমড়া গাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।
এ ব্যাপারে শনিবার দুপুরে কোটচাঁদপুর থানায় ৭ জনের নামে অভিযোগ করেছেন ওই কৃষক।

ভুক্তভোগী শামীম হোসেন বলেন, উপজেলার সাবদারপুর রেলগেট সংলগ্ন মাঠে আমার ৫ বিঘা কুমড়ার চাষ ছিল। গত দিবাগত গভীর রাতে আমার সেই কুমড়া ক্ষেত কেটে দেয়া হয়েছে। কুমড়া গাছ গুলো ছিল ফুলে ফলে ভরা। আমি ইতোমধ্যে বাজারে বিক্রিও করেছি। গাছগুলো কেটে দেয়ায় আমার ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ধারনা ক্যাম্প পাড়ার সোহাগ হোসেন, আবুল হোসেন, মানিক হোসেন,সুরুজ আলী, আনিচ হোসেন,জসিম উদ্দিন, নুরু মিয়ারা এ কাজটি করেছেন। তিনি কারন হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সঙ্গে আমার পূর্ব শত্রুতা রয়েছে। তারা ছাড়া এ ক্ষতি কেউ করতে পারে না। খবর পেয়ে আমি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি। এ সব নিয়ে কথা বললে, তারা আমাকে জীবন নাশের হুমকিও দিয়েছেন। আমি কোন উপায় না পেয়ে, কোটচাঁদপুর থানায় তাদের নামে অভিযোগ করেছি।

বিষয়টি নিয়ে আবুল হোসেন বলেন,সোহাগের সঙ্গে তাঁর গোলযোগ। সোহাগ শামীমের নামে মামলা করেছে। এ সবের জেরে হয়তো নিজেরা গাছ কেটে আমাদের ফাঁশানোর চেষ্টা করছে। তিনি বলেন, গেল দুই দিন আগে আমারই ১০/১৫ টি কলা গাছ কেটে দিয়েছে কে বা কারা। আর আমরা কেন তাঁর গাছ কাটতে যাবো। এটা আমাদের জব্দ করার পরিকল্পনা তাঁর।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, অভিযোগ হয়েছে। যেটি করেছেন সাবদারপুরের শামীম হোসেন। তাঁর ৫ বিঘা কুমড়া ক্ষেত কেটে দিয়েছেন বলে অভিযোগে তিনি উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি