• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৬ বাড়িতে আগুন বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২ আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাইন্ডশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা সম্পন্ন ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে তৃনমুলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগত অর্থ প্রদান তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন — আইন ও সালিশ কেন্দ্র কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা চকরিয়ার তিন প্রবাসীর জানাজা সম্পন্ন ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন

চকরিয়ায় দিনদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে কিশোরীর সর্বস্ব ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া / ৭০ Time View
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় দিন দুপুরে সিএনজি অটোরিকশা আটকিয়ে এক কিশোরীর কানের দুল, নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে পাকড়াও করার পর স্থানীয় সাইফুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যাক্তি তাকে কৌশলে ছিনিয়ে নিয়ে যায়। রবিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই প্রভাবশালী ব্যাক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে পৌরশহরের ফুলতলা এলাকার আবদুল জব্বারের ছেলে।

জানা যায়, মহেশখালীর হোয়ানক ইউনিয়ন থেকে সকালে দুই ভাইবোন নুর নাহার ও পারভেজ মিলে চকরিয়ায় এক আত্মিয়ের বাড়িতে বেড়াতে এসছিলেন। পরে দুপুরে ফেরার পথে ফুলতলা এলাকায় পৌছলে ওই ছিনতাইকারী দলটি তিনটি মোটরসাইকেল করে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে মারধর করে। এক পর্যায়ে ওই কিশোরীর কানের দুল, ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দেন। এমনকি ওই কিশোরীকে জড়িয়ে ছবি তোলে ওই ছিনতাইকারীরা।

 

বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ফুলতলা এলাকার মো. মনুর আলমের ছেলে হারুন বাদশাকে পাকড়াও করে। স্থানীয় সাইফুল ইসলাম এসে অপরাপর ছিনতাইকারীদের খোঁজ নেয়ার কথা বলে হারুন বাদশাকে নিয়ে যায়।

বাটাখালী ফুলতলা এলাকার স্থানীয় লোকজন বলেন, ওই এলাকার একটি সিন্ডিকেট বিভিন্ন চুরি, ছিনতাইয়ের কাজে জড়িত রয়েছে তাদের ব্যাপারে কেউ মুখ খোলেনা ।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইয়ের শিকার দুই ভাইবোন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় সাইফুল নামের একজনকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি